তোমায় পেতে (তৃতীয় মাত্রা সনেট)
                   রাজুব ভৌমিক


  গোপন বাসনায় তোমায় দূরে দাঁড়িয়ে
  দেখিলো তৃষ্ণার্ত দুই নয়ন ক্ষনে ক্ষনে
পাঁজর কাঁপিলো গো তোমার দর্শন পেয়ে
  জিহ্বাশূন্য মুখে আমি প্রেম করেছি মনে।


  শয়নে স্বপনে উমেদ তোমারি মিলনে
   বহুদিন নিদ্রাবিনে হয়েছে ঊষাকাল
  পালঙ্ক ভিজিলো কত ঝর্ণা মোর নয়ণে
   বলা হয়নি সখি ভালবাসি এতকাল।


  হয়নি স্পর্শ তোমার রাখিনি হাতে হাত
    অন্তর জুড়ে তোমার রাজত্ব অবিরত
  মানি না এই সংসার মানি না কোন জাত
     যদি দাও ঐ পরাণ যদি হও সম্মত।

  করিবো অপেক্ষা পেতে তোমায় আজীবন
  শুকনো কাঠে সর্বে জ্বালাবো আমার মন
   অন্ত হোক ভালবেসে তোমায় প্রতিক্ষণ।


০৭/০৭/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক