ভালবাসবো বলে (স্বতন্ত্র সনেট)
      প্রফেসর ড. রাজু ভৌমিক


তোমাকে ভালবাসবো বলে, প্রতিক্ষনে,
নীল জ্যোছনায় পূর্ণ, এ কাশবাগানে;
  রৌদ্র-মেঘের লুকোচুরি, ভর-দুপুরে,
ঢেউ তুলেছে উত্তাল, বঙ্গোপসাগরে।


তোমাকে ভালবাসবো বলে, এই মনে,
জায়গা হয়নি কারো, অন্তর গহীনে;
হাটিনি কভু অন্যতে, হাতে রেখে হাত,
তোমার হাত ধরে, কাটাবো দিনরাত।


তোমাকে ভালবাসবো বলে, এ আকাশে,
পাখিরা নীড়ের তাড়ায়, অদ্য ফিরছে;
  ধানক্ষেতের শেষ মাথায়, ঐ রাখাল,
  উদাস মনে বসে, ছাড়ি  গরুরপাল।


তোমাকে ভালবাসবো বলে, ক্লান্তমনে;
সিদ্ধার্থের মত হেটে, গাইয়া লালনে।


১২/০২/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক