পরশে প্রণয় (তৃতীয় মাত্রা সনেট)
                  রাজুব ভৌমিক


   পরশে তার সূর্য হাসে চন্দ্র সে লুকিয়া
    গগনের তারকা নাচে সমুজ্জল হয়ে  
  রোদের রেণু ঝরে জোসনার উড়ু হিয়া
  ব্যাকুল মনে পাখি পড়িলো তার প্রণয়ে।


    বিনয়ে অহি কহে অফুরন্ত প্রেমকথা
   নকুল আনন্দে ভাসে মন্ত্রমুগ্ধ শ্রবনে
   প্রেমের পরশে ডুবে পানকৌড়ি অযথা
   বুঝিলনা সে প্রেম তার ক্ষুধা নিবারনে।


     সখির পরশে হয় অঙ্কুর প্রেমিকের
    বিনে তাহা প্রেম কেবল পাগলামি হয়
     পরশে পরশে প্রেম প্রণয় তা দেহের
    কবিতার প্রাণ আসে মিলনের সময়।  


    পরশ তার পেতে হৃদয়ের কাছাকাছি
    ঘুরে সারক্ষণ মোর মন যেন মৌমাছি
     পরশ বিনে প্রণয় কেবল মিছামিছি।


০৭/০৮/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক