অপমান সহি (স্বতন্ত্র সনেট)
           রাজুব ভৌমিক


তুমি মোরে দিলে যে অপমান যন্ত্রণা,
সহি তাহা সর্ব, সমভার কি পাবে না?
সামঞ্জস্যতার সংসারে, কেউ কি পারে?
শুধু দিতে অপলকে, মিষ্টি ব্যবহারে।


যে দেয়, সে পায়, এই জগতের রীতি,
বন্ধনার তালিতেও, মিলে প্রভু ভক্তি;
করিলে ভবে কাহারো পূর্ণ চিত্তদাহ,
সমাগুনে পুড়িবে, মুক্তি পাবে না কেহ।


হীন করো যারে, হীনতা বসিয়া মরে,
তাচ্ছল্যতা স্বচ্ছলতা লাভে খুঁজে তারে;
তুমি সে দূর্ভাগা, মোরে করিলে লাঞ্ছনা,
অধিকার বঞ্চিতের বুঝিবে বেদনা।


  তুমি উত্তম তাই করলে মানহানী;
পশ্চাতদেশে রেখেছ, পশ্চাতে সে টানি।


০৪/০৯/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক