সংকট ও সমাধান (তৃতীয় মাত্রা সনেট)
               রাজুব ভৌমিক


সংকটের গর্ভে হয় সমাধানের জন্ম
একটু জ্বলতে হয় তাই আশা রাখিয়া
রান্না করিতে সংসারে সহিতে হবে উষ্ম
তবে স্বাদের ভোজন খাবে তুমি মাতিয়া।


  যত সমস্যা রয়েছে সুন্দর এ ধরায়
তত তার সমাধান দেখো নয়ন খুলে
  সাহস জুগিয়ে বুকে হাসে যে সমস্যায়
সমাধান আসে ধীরে প্রশান্তি তাতে মিলে।


অস্তমিত সূর্য মানে আলোর অন্ত নহে
চাঁদ হাসে সারা নিশি যায় ভোরবেলায়
সংকটে মুক্তি তাদের সংকট যার সহে
দুর্বল সে ধুঁকে ধুঁকে নিজ প্রাণ বিলায়।


সুযোগ সন্ধানী আসে সর্বথায় সংকটে
দলবেঁধে দিবানিশী থাকে তারা নিকটে
নীরবে অনিষ্ট করে কাঁদায় সে প্রকটে।


০৩/২৩/২০২০


ম্যানহাটন, নিউইর্য়ক