বাঙালী এমন (আয়না সনেট)
            রাজুব ভৌমিক


এমন বাঙালী চাহিলে হবে অধর্ম,
জীবন সত্যপথে, চিন্তায় মাত্র কর্ম;
কহিলে সত্যকথা, জীবনে একবার,
তোয়ালে ভরে দাও, নগদ পুরষ্কার।


এমন বাঙালী চাহিলে হবে অধর্ম,
দমন করে লোভ, করেনা অপকর্ম;
গিলে যদি সততা, জীবনে একবার,
তোয়ালে ভরে দাও, নগদ পুরষ্কার।


এমন বাঙালী চাহিলে হবে অধর্ম,
গমন শ্মশানে, তুলে না অন্যের চর্ম;
শুনিলে উপদেশ, জীবনে একবার,
তোয়ালে ভরে দাও, নগদ পুরষ্কার।


যাহা জন্মে ধরায়, হবে পরিবর্তন;
আহা বাঙালী কবে, মাতাইবে ভুবন।


০৮/০৮/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।