অনন্য নজরুল (আয়না সনেট)
           রাজুব ভৌমিক


সাম্যের কথা তারি, নজরুল জয়ের,
মনের শিকল ভেঙ্গে, কারা যে ক্ষয়ের;
  দু:খজয়ী নজরুল, দুখুমিয়া নাম,
নির্ভয়ী সংগ্রামী, সে যুবকের উদ্দাম।


গজলে গাহিলে, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠতা,
প্রাঞ্জলে ভাসাইলে, জ্বালিয়ে পাপ-চিতা;  
   কবিতায় বিদ্রোহ, রক্তের আমন্ত্রণ,
অন্যায় না সহিলে, পূর্ণ তব জীবন।


নিপীড়িত নিয়ে, সুর বলিষ্ঠ তোমারি,
  জাগ্রত করিলে, কত ঘুমন্ত প্রহরী;
তেজোদ্বীপ্ত চেতনায়, ডাকিলে যুবক,
অত্যাচারিত জাগে, হয়ে পূর্ণ ভাবক।


সাহিত্যের কিরণ, অনন্য নজরুল;
পাঠকের আচ্ছন্নতা, কাব্যে নাহি ভুল।


০৮/২৭/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।