গ্রাম-বাংলা (আয়না সনেট)
            রাজুব ভৌমিক


টানা বৈদেশ ঘুরে, না হল কিছু জানা,
ঠিকানা বাংলাতে, শুধু আমি বঙ্গহীনা;
  গেলাম দেখিতে, কত সুন্দর শহর,
অবিরাম দেখি, তবে মনে কুঁড়োঘর।


মনে পড়ে মোর, প্রাতঃকালের শিশির,
জনে জনে কুয়াশাতে, কর্মযজ্ঞে স্থির;
ছিটিয়ে দেয় সার, কৃষকেরা বাংলার,
বাজিয়ে বাঁশি রাখাল, দেয় উপহার।


ঘরে ফিরে চাষী, হইয়া ক্লান্ত দিনান্তে,
ফেরে পাখী নীড়ে, চিরে গগন নীলান্তে;
  উড়ে যায় বলাকারা, মধুময় সন্ধ্যা,
নড়চড়ে বসে দাদু, উঠিতে অবন্ধ্যা।


দর্শন হল মোর, কত ভূমি-স্থাপনা;
অনশন চিন্তায়, গ্রাম্যরূপ মিলেনা।


০৬/২১/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।