মুক্তিযুদ্ধ-২ (স্বতন্ত্র সনেট)
       প্রফেসর ড. রাজু ভৌমিক


গুলির শব্দে, মধ্যরাতে স্বব্ধতা ভেঙে,
নিদ্রাবেশে দেখিনু, প্রকৃতি রক্ত ঢঙ্গে;
লাশের উপর লাশ, কান্না আহাজারি,
ছোট্ট শিশুটির কেমন, মুখটা ভারি।


কত গুলির শব্দ, সুদূরে শোনা যাচ্ছে,
পিঁপড়ার মত স্বপ্ন বুনে, তা ভাঙছে;
ক্ষনিকে ব্যস্ত সবি, কবর খোঁড়া তবে,
বিলাপের সময় নেই, ভোর যে হবে।


ভয়ের সময় নেই, সংকল্প এ বুকে,
  হানাদার বাহিনী, মরবে ধুকে ধুকে;
দীপ্ত-চেতনায়, অস্ত্রশস্ত্র হাতে নিয়ে,
রক্ত ঢেলে দিবে, ঐ রাজপথে দাঁড়িয়ে।


ইয়াহিয়া খাঁ নামে, জল্লাদ বধ হবে;
সোনার বাংলার মাটি, উর্বরিত তবে।


১২/১১/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক