মুক্তিযুদ্ধ-১ (স্বতন্ত্র সনেট)
   প্রফেসর ড. রাজু ভৌমিক


পুলিশের অস্ত্র কেড়ে, ক্ষুব্ধ সে যুবক,
মৃত্যুর ভয় নেই, সে বাংলার সাধক;
হাতের মুঠোয় মৃত্যু, মা ভয় করোনা,
তোর ছেলেরা মারবে, কত পাক-সেনা।


শুধু আমি নহে, মা তোর কত ছেলেরা,
মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নারী, ও বৃদ্ধারা;
লোহার শ্রমিক, কাঠের শ্রমিক মিলে,
উলঙ্গ কৃষক আছে, লাঙ্গল জোয়ালে।


  সূর্যোদয় থেকে সূর্যাস্ত, করিবো যুদ্ধ,
ভয় নেই মাগো, তোর বাংলা হবে শুদ্ধ;
পাকবাহিনীতে বাংলা, হইলো অশুচি,
  ধ্বংস করে তাই, নতুন বাংলার সূচি।


  মুক্তির সংগ্রাম, মা চলিবে অবিরত,
বাংলার মান সর্বদা, রাখিবো অক্ষত।


১২/০৯/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক