শুভাকাঙ্খী (তৃতীয় মাত্রা সনেট)
              রাজুব ভৌমিক


তোমায় দেখিতে ব্যর্থ দেখিতে অমঙ্গল
  কত মনু অপেক্ষায় সদা রহে ধরায়
  নাহি সহে পর সুখ মঙ্গলে সে পাগল
  সর্বদা কাটে শুইয়া তব মন্দ আশায়।


পাশে রহিবে তাহারা কহিয়া শুভাকাঙ্খী
  অশুভ সে কামনায় অন্তরের ভিতর
সু:সময়ে পাশে রহে কষ্টে উড়াল পাখি
কভু না রাখিবে তোমা বিন্দুমাত্র খবর।


   চন্দ্রমানব তাহারা রশ্মি চুরি করিয়া
নিশিতে ছড়ায় আলো কহে সূর্য না জানি
অন্যের পাত্রে কাটিল আজীবন খাইয়া
পেট পুরিলে অদৃশ্য সে সুযোগ সন্ধানী।


এমন শুভাকাঙ্খীর নেই কোন অভাব
ঝুলি নিয়া পাশে আসে দেও মোরে স্বভাব
শুধু সু:সময়ে হয় এদের আবির্ভাব।


০৫/০২/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক