তুমি কি আমায় ভালবাসবে?
            রাজুব ভৌমিক

       তুমি কি আমায় ভালবাসবে?
    জানি আমি অতীব ক্ষুদ্র—অনসূয়া
     তবু যেন সামান্য মিলে তব ছোঁয়া
     ধূলিকণা যেমন থাকে তব চরণে
  ব্যস্ততার উন্মাদনায় তোমাতে প্রতিদিনে
         আমি চলিব তোমার সাথে
        আমার সাথে কি তুমি যাবে?
        তুমি কি আমায় ভালবাসবে?


       তুমি কি আমায় ভালবাসবে?
  তাড়িয়ে দিও মোরে শুধু গোধূলি ক্ষণে
জলস্পর্শে বালুকণা যেমন তোমার চরণে
           না হয় ঝর্ণায় দাঁড়িয়ে
  না না করিবো না গো বিন্দুমাত্র অভিমান
পেলাম যে তব ছোঁয়া সামান্য তাহা প্রেম সমান।


        তুমি কি আমায় ভালবাসবে?
আবার অপেক্ষায় থাকিবো সূর্যের লাগিয়া
    প্রেম চিন্তায় প্রাত:তেজে রহিব শুকিয়া
তুমি চলিতে যেন আমি বাতাসে নাচিয়া
      পড়ি গো আবার তব চরণতলে।


       তুমি কি আমায় ভালবাসবে?
  তুমি মোরে যাও ভুলে হয়ত ভালবেসে
    সন্ধ্যা অবধি আমি কাটাইবো হেসে
          ধূলিকণার মত সারাদিন
         প্রেমের সুধারসে তব চরণে।
        তুমি কি আমায় ভালবাসবে?


       ০১/২৪/২০২১
     ম্যানহাটন, নিউইর্য়ক