প্রেমাশে (আয়না সনেট)
              রাজুব ভৌমিক


শুনিয়া সখির কথা, বলি আমি মনে,
ফিরিয়া দিলে আহারে, প্রেম অন্যজনে;
  বাধা নাহি হবো, তব সুখের সন্ধানে,
রাধা হয়ে থাকবে, বাঁশি বাজবে মনে।


বাজবে বিয়ের সানাই, তোমা সংসারে,
  থাকবে কতসুখে, অন্যের হাতধরে;
  প্রেমাশে ছিলাম, যেন চাতকের বুক,
পিয়াসে ঠান্ডা-জল, প্রেমেতে উত্সুক।


সখি মোর নাহি হবে, জানি কোনোদিন,
  দেখি স্বপ্নে তারে, কেন আমি প্রতিদিন?
   চারিদিকে পানি, চাতক তেষ্টায় মরে,
  নিজেকে করি অন্ত, প্রেমাশায় গভীরে।


  প্রেমাশে বুক চিরে, তব অগ্রে দাঁড়িয়ে;
বিলাসে কাঁদাও মোরে, গিয়েছ ভুলিয়ে।


০৭/০৬/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।