মনের মানুষ বিনে (আয়না সনেট)
          রাজুব ভৌমিক


কত করিয়া ধরায়, আমি প্রতিদিন,
মৃত মন নিয়া, খুঁজি তোমারে কদ্দিন;
স্মরণে তব রূপ, অশ্রু ঝরে নয়নে,
উদয়নে তব স্মৃতি, জ্বলি গো মরণে।


কত ব্যথা সখি বিনে, জানে যে প্রেমিক,
যকৃত উদাসীন, শূলানি গো অধিক;
    মনের মানুষটি যদি হয় এমন,
অন্তর্ধানের লীলা, সে যখন তখন।


ধরা দাও আবার, যাও কেন হারিয়ে,
  অন্তরা জীবনের, সুখসুর বাজিয়ে;
দাসী হবো চরণতলে, যদি গো পাই,
দেয়াসি তব পাণে, পুষ্প দিব বিলাই।


উদ্ধার করো মোরে, মিলন তব প্রাণে;
প্রহার তুমি বিনে, তুমি যে পরিত্রাণে।


০৫/১৮/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক
আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।