নারী দি-বস
           রাজুব ভৌমিক


    নারী—সৃষ্টিকর্তা এ জগতের
    আমি সাম্যের গান গাই না!
     কেনই বা সাম্যের গান গাইবো?
নারীর আসনে যে পুরুষদের অন্যায় বিচরন
     নারীর সৃষ্টি বিনে পুরুষইবা কে?
পৃথিবীর সকল নারী যদি সৃষ্টি বিমুখ হয়
   তাহলে পুরুষ নামক শব্দের কি হবে?
       সব পুরুষই তা জানে
         জানে নারীর প্রকৃত ক্ষমতা
তাতেই যত ভয়—তাতেই পুরুষের বাড়ে অত্যাচার
       আর সে জন্যই বিয়ের বছরে
         পুত্র সন্তান কামনাতে
              নারীকে বাধ্য করা।
     কন্যা সন্তানে তাই পুরুষের বিমুখ
    সমাজে পুরুষের কন্যাদান প্রথা
        সে তো পুরুষদের তৈরি করা
          কেন? ঐ যে পুরুষত্বহীনতা
       যা পুরুষকে বারবার জ্বালায়
এত শক্তির অধিকারী পুরুষ সৃষ্টিতে অক্ষম
              নারী করুনাময়ী
       কেনইবা করিল সৃষ্টি পুরুষের
        পুরুষের কিবা আছে দিতে
সংসারের সকল সৌন্দর্য মিশে আছে নারীতে
        ফুল, পাহাড়-পর্বত নয়
    নারীই প্রকৃতির প্রকৃত সৌন্দর্য
         সব পুরুষই তা জানে
পুরুষ যদি পরজন্মে নারী হয়ে জন্ম নেয়
তাহলে সে আরেক নারীতেই আকৃষ্ট হবে
         পুরুষ মানুষে নয়
           পুরুষ মানে শূন্য
এদের অবদান শুধু সৃষ্টির পাহারায়
    পুরুষ সৃষ্টির দারোয়ান মাত্র  
      তাই বুঝি এত নিয়ন্ত্রণ?
চায় না এরা তাই নারীর ক্ষমতায়ন।
  
০৩/০৭/ ২০২১
কপিরাইট © ২০২১ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক