প্রেমকথা-১ (স্বতন্ত্র সনেট)
     প্রফেসর ড. রাজু ভৌমিক


প্রেম শান্তি মনে, অস্বস্তি এই জীবনে,
অবব্রশ্চ হৃদয়ে, আচম্বিত সমানে;
চাহে বাঁচিতে, চকিত এ ভুবন তরে,
মনোক্রম দেহ, প্রেম যন্ত্রনায় মরে।


তবুও ভয়ডরহীন, প্রেমেতে মজে,
সর্বপ্রেম তখন, প্রথম প্রেম সাজে;
প্রেমে সাত্ম্য সবিতে, অন্ধের মত লাগি,
চকিত নীড়ে যেমন, বাবুই বৈরাগী।


চিল ভালবেসে, সুউচ্চ নীল আকাশে,
প্রেমেতে ভাসে, কভু পড়েনা যে বাতাসে;
তাতে প্রেম মরুতে, চায় ফুল ফোটাতে,
ঈর্ষিতব্য হয়ে, পারে ধরিত্রি সাজাতে।


কনীনা প্রেমে, সর্ব জলন্ত শিহরণে;
সর্বশক্তিতে, সর্বানন্দ তাই মিলনে।


১২/১৮/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক