প্রেমকথা-২ (স্বতন্ত্র সনেট)
       প্রফেসর ড. রাজু ভৌমিক


আদ্য প্রেম স্বকীয়-সত্য, ভুলিতে নারি,
পরিনিতি হোক বা নাহি, আমি তো তারি;
  পড়লে জল কাগজে, যদিও শুকায়,
   হৃদয় সমান এক, দাগ রেখে যায়।


সর্বাগ্রে যে ভীড়ে, খোলা নদীর কিনারে,
বিস্বরি মাঝি কি পারে, ভুলিতে তাহারে;
জলে জ্বলিয়া মাঝি, জ্বলিত এক জেলে,
আদ্য প্রেম সত্য, ভুলেনা কভু মরলে।


আদ্য প্রেম ধরা, সে যে ফাঁদ সুধাময়,
   ধরি ধরি হয়না, ধরা তার হৃদয়;
নদীর কিনারে, মাঝির আদ্য প্রনয়,
মনে তুফান খেলায়, তাতে সব ভয়।


প্রত্যাশা ভালবাসার, অন্তিম শত্রুতা;
আদ্য প্রেমে প্রত্যাশা, অভগ্ন বিশালতা।


১২/১৯/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক