এইতো জীবন, দুদিনের তরে;
অসীম সময়ের মাঝে সে তো ক্ষণকাল-
তাও ব’য়ে চলছে অগোচরে।  
অনেক কিছুই ছিল করার, করা হয়নি কিছু;
ঘোরাফেরা যত হয়েছে সবই  
মায়া-মরীচিকার পিছু।  


এখন এসেছে সময় ভেবে দেখবার,
আর নয় বিলম্ব-
ঐ যে আসন্ন, জীবন সায়াহ্ন!
এখন যা কিছু করার- শুধু তাঁকে চিনবার,
তাঁকে ডাকবার, কাজ নেই আর অন্য।


ওহে পান্থ! তুমি কি এতই ক্লান্ত?
ওঠো, জাগো, এগিয়ে যাও তাঁর সৃষ্টের পানে!  
কেননা, তাদেরই মাঝে তিনি বিরাজে
তাই চেনা হবে তাঁকে, ডাকা হবে তাঁকে  
যদি কিছু কর মনে-প্রাণে, তাঁর সৃষ্টের কল্যাণে।