কালো দাগ


হৃদয়ের সবটুকু রং সবটুকু আবেগ দিয়ে
গড়ে তোলা জীবনের ছবিটাতে
কে যেন একেঁ দিয়েছে কালো দাগ
সেই দাগের কোনো রকম নেই
কেবলই একটি সরল রেখা বয়ে গেছে নদীর মতো
হয়তো কোন সচেতন শিল্পীর বেখেয়ালিপনা
কিন্তু তাতে কতোটুকু পুরনো জীবন ফেরানো যায়
কতোটুকু সৌন্দর্যের আকরে সাজানো যায়?


জানালার ফাঁক দিয়ে দূর আকাশে চোখ রাখা চোখে হাজার স্বপ্ন দেখা তৃষ্ণার্ত এক বোধ
কবেই শুষে নিয়েছে সেই কালো দাগ।

ডানাভাঙা পাখির মতো নিরীহ জীবন
বয়ে যেতে যেতে আবিষ্কার করে এক অনুসর্গ
হয়তো সহজ জীবনের এটুকুই কাম্য।

বিকট সাফল্যের সূর্য দেখে বিদগ্ধ হৃদয়
দুঃসহ এক যন্ত্রণার অংশ হয়ে ওঠে
পাহাড়ের মতোই ঘিরে ধরে নির্জনতা
ছবিটির নির্মোহ চোখের চাহনি হয়ে গেছে
এক প্রাচীন গুহা
রয়ে গেছে শুধু একটা কালো দাগ।