হৃদয়ের অন্ধত্ব


বিপদ যখন আসে তখন দুমুখো সাপের মতো
ফনা তোলে কামড়ে দেয়
দুটো বিষদাঁতের এতো তেজ সমস্ত শরীরের আলস্য নিমিষে হারিয়ে যায়
চলতে থাকে একটা চিন্তার নীলনদ।


জানি অতীত কেবলই এক মৃত স্বপ্ন
তবুও সেটা হয়ে ওঠে প্রধান শিক্ষক
শিক্ষা বলতে পাই তা কেবল শিল্প বিপ্লবের এক টুকরো স্মৃতি।


ভবিষ্যৎ একটা অনিবার্য গন্তব্য
সেটা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে হয়ে ওঠে নবায়নযোগ্য শক্তির উৎস
হয়তো সে আশায় আশ্রয় খোঁজ করে চলে হৃদয় নিরন্তর।


রাতের খাবার পর বিছানার আরাম কে যেমন ভুলে থাকি তেমনি হাজারো সৌন্দর্যকে অস্বীকার করে
নিজের হৃদয়কে গড়ে তুলি বুড়িগঙ্গা।


কতোদিন বৃষ্টিতে ভিজে রোমন্থন করি নি শৈশব
মাটির গন্ধে বুক পেতে পাইনি জীবনের শেকড়
চোখ রাখিনি প্রকৃতির অনাবিল সবুজে
কেবল দুশ্চিন্তার ভাগাড় খুঁজে খুঁজে
হৃদয়কে করেছি নব্বই বছরের বৃদ্ধ।


এইসবে কেটেছে জীবন দেখিনি চেয়ে
বয়ে চলেছে  বর্তমান নিরবে নিভৃতে।