একদিন এভাবেই আমরা দূরে সরে যাই
যেতে যেতে ভুলে যাই
তখন মনে রাখা হয়ে ওঠে অবান্তর।


যেটুকু পরিচয় অবশেষ থাকে তাতে আর
জীবন থাকে না কেবল একটি গল্প হয়ে ওঠে।


চলতে চলতে পথে যদি আবার দেখা হয়ে যায়
মুখোশ হয়ে ওঠে চেনা মুখ।


কি পেলাম এই সজীব জীবন থেকে
হয়তো চোখের কোনে কিছুটা বিস্ময়
নতুবা সম্মুখে দাঁড়িয়ে থাকা মৃত শরীর।


যে হৃদয় বিক্রি হয়েছে কিছু অর্থের পায়ে
তাঁর গর্ব করার কি-ই বা থাকে
দুঃস্বপ্নের মতো টুকরো জীবন ছাড়া।


একদিন এভাবেই আমরা দূরে সরে যাই
যেতে যেতে ভুলে যাই
তখন মনে রাখা হয়ে ওঠে অবান্তর।





,