গন্তব্যে পৌঁছে বাসনা হলো ফিরে দেখার
যে চোখ আমাকে মরুর বুকে  দিয়েছিল দিশা
সমুদ্রের গভীরে গভীর অন্ধকারে হয়েছিল আশার প্রতি প্রভা
তা ছিল শকুনের চোখ হাজার ফিট ওপর থেকে নজর রাখে ভাগাড়ে।


যে স্বপ্ন লালনের মধ্য দিয়ে হতে চেয়েছি অজেয় পাহাড়ের চূড়ান্ত ব্যক্তি
তা ছিল এক মস্তিষ্কের বিক্ষিপ্ত স্নায়ু কোষ
আমাকে তাগিদ দিয়ে বানিয়েছিল সভ্য রোবট।


মন বলে পরিচয় দিয়েছে যে সত্তা
তাকে  মৃত্যু শিকল পড়িয়ে রেখে দিয়েছিলাম দুর্ভেদ্য কোন প্রাচীরে এমন করে যেমন করে
মৃত্যু দূত নিয়ে যায় পরপারে।  


লক্ষ বছরের প্রাচীনতাকে বিশ্বাস করে গেড়ে দিয়েছি সদ্য ফোঁটা স্বপ্ন বিন্দু যা উঠে আসতো প্রতি রাতে হৃদয়ের গহীন হতে।


যে কামনার সঙ্গে এতো পীড়াপীড়ি জীবন কে
বানালাম  কুরুক্ষেত্র
সে যখন আমার সম্মুখে দাঁড়িয়ে জানান দিল
আমার এ বিজয়ের মাধ্যমে মেরে ফেলেছি উচ্ছ্বসিত জীবনের ছন্দ কণা
অতঃপর গন্তব্য হয়ে উঠলো এক ধূসর স্মৃতি।