ফেরার কোন পথ জানা নেই


এক পা এক পা করে এগিয়ে যাচ্ছি
পেছনে ফেরার পথ নেই
না ফেরার পথ জেনেও কতবার এ পোড়া মন
ফিরতে চেয়েছিল
যে কথাটি তোমাকে কখনো বলা হয় নি
সেটা বলার চেষ্টা করেছিল
ঠিক করতে চেয়েছিল বারবার
যেটা তোমার কাছে বরাবরই বেঠিক
ফেরার কোন পথ জানা নেই  
কেবল একটু একটু করে এগিয়ে চলছি
একটু একটু করে গল্প এগিয়ে চলছে
জীবন একটি গল্পের মতোই হঠাৎ করেই
এসে পড়ে নানান ঘটনা
না চাওয়ার ঘটনা গুলো এতো এতো করে ঘটে বারবার  এতো এতো করে যেন
তিক্ত অন্ধকারের শরীর ভেদ করে
বেরিয়ে আসতে চায় বিরক্তির নির্জাস ।


বহুবার ফিরতে চেয়েছি সেই ফেলে আসা শৈশব মায়ের কোমল স্পর্শ
আমার সমস্ত সত্তা অনুভব করে আজও
কি দুর্ভেদ্য অন্ধকারের ভিতরে
হাতরিয়ে মরছি পুষ্ট স্মৃতি গুলোকে।


একবার বৃষ্টিতে ভিজে
সারারাত জ্বর সর্দি লেগে
গোটা পৃথিবীর ছবি কেমন যেন ফেকাসে লাগছিল
মনে আছে আমার
সারারাত তুমিও ঘুমাও নি
আমার শিয়রের পাশে থেকে মাথায় হাত রেখে
যে শান্তির দিশা দিয়েছিলে
আজও প্রতিবার অসুস্থতায় সেই মায়া
সেই স্নেহময়ি কণ্ঠস্বর অনুভব করি।


একটু একটু করে এগিয়ে চলছে জীবন
ফেরার কোন পথ জানা নেই
পত্র ঝড়ার মতোই ঝরে পড়ছে জীবনের স্তবক
দুশ্চিন্তা কেড়ে নিয়ে গেছে রাতের ঘুম আর
বিকেলের মধুর অবসর
দিয়ে গেছে গভীর অন্ধকারে খসে পড়া স্মৃতির আকর।


আমার চারপাশে ঘিরে আছে
তোমার প্রেমের দারুণ এক সুগন্ধ
আমাকে মদিরা বানিয়ে মাতিয়ে রাখে
নষ্ট হয়ে যাওয়া কোন ফুলের পাপড়ি যেমন গন্ধ হারিয়ে সৌন্দর্য হারিয়ে পড়ে থাকে পথের ধুলোয়
আধুনিক কোন টবে জায়গা হারিয়ে
কেউ আর যত্নে প্রতিষ্ঠা করেনি দেবতায়
আমার গন্তব্য সেই দিকে একটু একটু করে
এগিয়ে চলছি এগিয়ে চলছে জীবন
ফেরার কোন পথ জানা নেই।