বালিকা,
আমার অসমাপ্ত আমি-কে সমাপ্ত করা কি খুব
বেশী প্রয়োজন ছিল?
তোমার স্নানের জলে ভিজতে চাওয়াতেই-কি আমার
আবেগের অবরোধ?


জানালার শারসী-তে বোনা স্বপ্নগুলো মাকরের আবাসনে
রুপান্তর না করলেই হত না?
আমার বাস্তবিক আমিকে আপেক্ষিক করার কোন দরকার-ই
তোমার ছিলনা।


অবশেষে,
ছেঁড়া পলিথিনে মোড়া কালোপিচের এই শহরে
বিরামহীন যাত্রা আমার
রঙিন চোখে, খালি হাতে ভুল দরজায়
করাঘাত তোমার


অতঃপর,
তৃতীয় প্রজন্মের অবসানে
আবার আমার একলা জীবন!!!


১৯ এপ্রিল, ২০১০/শুক্রবার
সন্ধ্যা ৬ঃ৪০
জাহাঙ্গীরনগর, সাভার, ঢাকা।