আমি তোমার প্রান্তে দাঁড়িয়ে
        গড়ছি নতুন ইতিহাস
আক্ষেপের সৃষ্ট জানালায়
        উঁকি দেয় সমাজতান্ত্রিক রোদ
অদৃশ্য রোদ ক্যানভাসে
        দৃশ্যমান রঙ্গিন মরিচিকা চিত্র
মরিচিকা জলের স্নান সেরে
        হয়তো আবার হাঁটবো আমরা...


পথে পথে উড়বে
        অচেনা বেওয়ারিশ ধুলো
অর্থহীন সুরের গন্ধ
        ভেসে আসা বাতাস


হঠাৎ পথের বাকে ঘুরে দাঁড়ায়
ঘুমোট হৃদয় কান্তির পথ হারায়
একটু পরেই হতে পারে অবসান


তবুও, আঙ্গুল ইশারায় ডাকে
        সহস্র বছর
যদিনা থেমে যায়
        সাদা কালো স্বপ্ন প্রহর
স্বপ্নেই ঘুম, স্বপ্নেই জাগা
         স্বপ্নেই বাড়িফেরা
গল্প কবিতা গান
        সব স্বপ্নই থেকে যায়
যদিও স্বপ্নের মৃত্যু ঘটবে আজ


মাতালিক স্বপ্নের ঘোড়া
        ছুটে বেড়ায় ভৌগলিক হৃদয়ে
উঁকি দেয় ঘুনে ধরা স্বপ্ন
        মাটির গন্ধ ভুলেছি আমরা
                অনেক আগেই


এখন শুধু পশম ছুঁয়ে বুঝতে চাই
        তোমার চর্বির পরিমাণ
কতটুকু আমিষের গন্ধ মাখাবো বাতাশে
        ঠিক ততটুকুই হবে গল্প


অবশেষে ফুরলো আমাদের পথ
        পথতো ফুরোবার জন্যই
আপেক্ষিকতার মৃত্যু ঘটেছে আমার
        আবার, আবার মরতে চাই
            শেষ হবে বেঁচে থাকার ইতিহাস।


০৪-১১-২০১৩ ইং
রাত ১:২৭