ভুল ছিল মানুষের
কিছু ভুল, কিছু অন্যায়
যা শুধুই নিজের


ভুল কিংবা সঠিক, আপেক্ষিকতার শেকলে
দাসত্ব করে শুদ্ধতা কিংবা শুভ্রতার।
বিনীত ভণ্ডামি দাসত্ব করে
কিছু ভদ্র বিশ্বাসের, বিবেকের, নৈতিকতার, মানবতার।


বাস্তবতার রুচিবোধের শেকল ভেঙ্গে
কিছু ভুল করে মানুষ।
যা শুধুই নিজের, একান্তই ব্যক্তিত্বের।


১৯/১২/১৭
দুপুর ২.০০
মীরবাগ, ঢাকা।