সময়ের তাল-সুর-ছন্দ
কিছু সময়ের ভালো মন্দ
তোমার চুলের চোখের দন্দ্ব
পারফিউমে শরীর ডোবা গন্ধ
আমি সব কিছুই ভুলে যাচ্ছি রোজ


তোমার খোপার কৃষ্ণচূড়া ফুল
ঋতু ভৈরবী শিউলী কিংবা বকুল
ভুল সাজমন্ত্রে একলা কানের দুল
রুটিন মাফিক বাকা টিপের ভুল
আমি সব কিছুই ভুলে যাচ্ছি রোজ


তোমার নামতার মতো হাটা চলা
এতাল বেতাল কথা বলা
রঙ্গিন চোখের ছলা-কলা
স্বপ্ন ভাঙ্গার গল্প বলা
আমি সব কিছুই ভুলে যাচ্ছি রোজ


অশ্রু মোছা নির্মল দুটি হাত
সেই কবেকার পদ্মাবতীর রাত
মুক্তো ছড়ানো হাস্যজ্জল দাত
ঠোট কিংবা লিপস্টিকের স্বাদ
আমি সব কিছুই ভুলে যাচ্ছি রোজ


অবশ শরীর তাতিয়ে ওঠানো গান
কোমল বুকে জমিয়ে রাখা প্রাণ
কামুক প্রেমের মাংসল দুই রান
হৃদয় নিংড়ে স্মৃতিরা সব ম্লান
আমি সব কিছুই ভুলে যাচ্ছি রোজ


আমি সময়ের ভুলে, জন্মের ভুলে
একলা ভুল মানুষ
আমি ভুল করে ভুলে গিয়ে
উড়াই ভুল ফানুশ
ভুল ভাংতেই ভুল পাঠ নিয়ে
হচ্ছি যে নিখোঁজ
আমি সব ভুল করেই
ভুলে যাচ্ছি রোজ।


২৫-০৮-১৯
সকাল ০৬ঃ১৫
বরিশাল সদর।