ক্রমশ দুরত্ব বাড়ছে সবার।
আলো আঁধারিতে খুঁজে পাইনা আমাকে
হাড়িয়ে যাচ্ছি আবছা অন্ধকার হয়ে।
পোড়া রোদে কাছের মরিচিকা যতটা দুরে
তার থেকেও অনেক অনেক দূরে।


যেখানটায় আনন্দ আশ্রম জানতাম
সেখানটায় দাড়িয়েও!
পুরো অস্তিত্ব জুড়ে আগুন আর আগুন
আড়াল করা ধোঁয়ায়,
আমাকে আর ছোঁয়া যায় না।
আড়াল বাড়ছে, ধোঁয়া বাড়ছে,
বাড়ছে অন্ধকারও!


কখন যে এক পা দু পা করে হাজার কিলো
দিনকে দিন ত্রিশটি বছর পেড়িয়ে গেলো
তবুও ছুতে পাড়িনি আলো।


০৪-০১-১৪
বকুলতলা, চারুকলা।