বনকুমারী ফুলেরা ঝরে পড়ছিলো
অনক খুঁজে ক্লান্ত হয়ে
শুধু বললো, নৈঃশব্দ্যরা কোথায়?


যতটা দূরত্বে যাই, শুধু শুনতে পাই
শূন্যতার ধামামা তালের নৃত্য।
আর, বনকুমারীর চোখের ঝরে পড়া নীল।


হাতের মুঠোয় বন্দি পানিরা
ঝরে পড়ে আঙুলের ফাঁক দিয়ে
আমার নৈঃশব্দ্যরা গুমরে গুমরে কাঁদে
সহস্র কালের এক মধ্যরাতে।


অসামাজিক যন্ত্রনায়, মানবিক কৌতূহলে
তোমার বুকে মাথা রেখে শুনেছিলাম
মহাজাগতিক সর্বনাশ!!!
তবুও তুমি দেখতে পাওনি
গ্রহ-উপগ্রহের আনন্দলোক।


জানালা ভেঙে নাচতে থাকে বিষাক্ত রোদ্দুর
ঘুম ভেঙ্গে যায়, বার্ধক্যের মৌলিক
সাফল্যের হাসিতে!!
নৈঃশব্দ্যের ঘোরের বেঘোর মত্যুতে।


২৩-০৫-২০১২
বসুন্ধরা, ঢাকা।