এক লেলিহান লঙ্কাকাণ্ড
উড়িয়ে নিয়েছে আত্মকথা
পুষ্পক রথে নিখোঁজ হয়েছে
আমার বায়োগ্রাফ
বেওয়ারিশ বাগানের ডালপালা,
শাখা-প্রশাখায় দোল খাওয়ার গল্প
কোন এক টকটকে দুপুরে বেগুনি নদীর আলিঙ্গন
কিংবা চোখ ধাঁধানো ল্যাম্পপোস্টের ছায়ায় অমোঘ চুম্বন
সব, সবটাই নিখোঁজ। মালিকানাহীন।


লক্ষণরেখা ছেড়ে ঢুকে গেছি অন্যের গন্ডিতে
গন্ডির বাইরের উঠোনে পড়ে আছে
কাপুরুষের হৃৎপিণ্ড। রক্ত শূন্য।
অপরিপক্ব সকালের আকাশের মতই ফ্যাকাসে।


জীউস বেচে ছিল
ক্রোনাসের গিলে খাওয়ার ভয়ে
অথচ, আমি বেচে নেই
প্রেম গিলে খায়নি বলেই।


১৮-১০-১৮
রাত ০২ঃ০৫
সারিঘাট, কেরানিগঞ্জ, ঢাকা।