সংসদ, স্মৃতিসৌধ কিংবা শহীদ মিনার
রেসকোর্স, পল্টন কিংবা বঙ্গভবন
একটি জাদুঘর হবেই, তন্ত্রের জাদুঘর
আর বেশি বাকি নেই, এই হলো বলে
একটি তন্ত্রের জাদুঘর
সে জাদুঘরের তাকে থরে থরে সাজানো থাকবে তন্ত্র
না না... পরিপাকতন্ত্র বা প্রজননতন্ত্র নয়
পীর-ফকিরের তন্ত্র-মন্ত্রও নয়।


পরিপাটি করে গোছানো থাকবে মোড়ক বাঁধাই গণতন্ত্র
রাজার রাজতন্ত্রের শাসনে শোষিত প্রজার প্রজাতন্ত্র
খেটে খাওয়া দিনমজুরের জনতন্ত্র
কৃষক শ্রেণির লাঙলে চষা সমাজতন্ত্র
বুজুর্গণের মৌলবাদের শাসনতন্ত্র
গণতন্ত্রের প্যাকেটে মোড়ানো পরিবারতন্ত্র
আবার কারো পিতৃতন্ত্র কিংবা কারো পতিতন্ত্র
সাজানো থাকবে নয় বছরের স্বৈরতন্ত্র
গণ-মানুষের রক্তচোষা চোষণতন্ত্র- শোষণতন্ত্র


একটি জাদুঘর হবেই,
যার থরে থরে সাজানো থাকবে হরেক তন্ত্র।


৭.১৫