বিধাতার এক অপূর্ব সৃষ্টি
দ্রুবরাজ
====


অন্তঃকরণ বোধ দ্বারা বুঝতে পেরেছি
তুমি কত সুন্দরী কত মায়াবী,
বুঝতে পেরেছি তুমি হলে বিধাতার অনন্য এক অপূর্ব  সৃষ্টি।
তোমার বদন জুড়ে রয়েছে এক অপরূপ মিষ্টি হাসি ☺
তোমার আঁখি যুগলে প্রকাশ পায় এক অম্লান ভাষা।
যে ভাষা জানে আপন করে পেতে,
আরও জানে শুধু কাছে টানতে।
তোমার ঐ ঠোঁটের অনুভূতি দেখে মনে হয় চায় এক সাথে মিশতে।
তোমার ঐ মিষ্টি ☺ হাসি দেখে মনে হয় আমি হারিয়ে গেছি এক স্বপ্নের রাজ্যে!!
সত্যিই তুমি যেন বিধাতার এক অপূর্ব সুন্দর সৃষ্টি।
অলিক স্বপ্ন থেকে বাস্তবে আসলে মনে হয় না এসব কিছু আমার জন্য!!!