আমি যদি হতাম
Drubo Raj
-----------


পৃথিবীর তরে রয়েছে অগণিত মানুষ !
রয়েছে ধরণীর কানায় কানায় ছড়িয়ে ছিটিয়ে ।
প্রতিটি মানুষের রয়েছে সমাজে ,
আমি যদি হতাম কোনো ধনীর দুলাল ,
হতাম বড় লোক বাপের একমাত্র ছেলে ....!!
তাহলে যত ইচ্ছা আর মম স্বপ্ন-গুলো
টাকা দিয়ে মিটিয়ে নিতাম...!
আমি যদি হতাম ,
যদি হতাম খুব গরীব ঘরের সন্তান ,
আমি যদি হতাম দরিদ্র মায়ের পেটে ..!!!!
তাহলে এই আমি সামান্য
পাওয়া গুলো নিয়ে ও সন্তুষ্ট থাকতাম...
কিন্তু আমি মধ্যবিত্ত...! আমি অভিশপ্ত ;
না আছে মম দেহে বিলাসিতার ছাপ ?....
না পারি সন্তুষ্ট থাকতে সামান্য পাওয়া গুলো নিয়ে...
মম যত চিন্তা , আর লক্ষ্য শুধু উচ্চ পর্যায়েই চলে যায়....
তার পরেও নীরবে ফিরে আসতে হয়...
কারণ এটাই আমার জীবনের সবচেয়ে নির্মম বাস্তবতা


লেখা:১০-১০-২০১০