দাবি
দ্রুবরাজ
====


স্বামী স্ত্রী এর ঝগড়া শুরু ,
বন্ধ চুলায় রান্না ।
মটর-বাইক দাবি স্বামীর ,
বৌ জুড়েছে কান্না ।
কান্না শুনে শশুর ক্ষ্যাপা , বলে মরি আমি লজ্জা তে ;
পাওনা কেনো শোধ করেনা তোর বাপ বজ্জাতে ।
কত মাস চলে গেলো নাইজে দেখা তার !
কত আর করবো সজ্জ ভাঙবো এলে ঘার ।
বার্তা পাঠা তর বাপেরে আইতে তারাতারি ,
মটর-বাইক না দিলে নাইজে ছারাছারি ।
ভুল করলো পোলায় আমার ,
করলো তরে বিয়া ,
রূপ ধুইয়া কি পানি খামু মাইটা গেলাস দিয় ।
করিম সাহেবের কালো মেয়ে ,
সেটাই ছিলো ভালো ।
কোটি টাকার যৌতুক আসতো ঘর করতো আলো ।