প্রিয়তমা কেয়া
দ্রুবরাজ
====


প্রিয়তমা কেয়া ,
তুমি জলদ রাজ্যের অপ্সরা তুল্য অতি সুন্দরী নারী ;
তব তরে মম উৎকণ্ঠা ভারী !
প্রিয়তমা কেয়া ,
তুমি বৃষ্টি ভেজা রাত -
দৈবাদেশে যখন তুমি মম হস্তে রাখো তব হাত ।
আমাতে তুমি অতিশয় দূরবর্তী নীল গগনের তারা ,
ঘনঘন তব আঁখি জুড়ে বাক্যহীন অশ্রুধারা -
প্রিয়তমা কেয়া ,
তুমি নীহার ভেজা ঘাস;
ঘনঘন মম তব সঙ্গে বারীন্দ্র সহবাস ।
প্রিয়তমা কেয়া ,
তুমি সু দূরের মেঘমালা ,
ঘনঘন মম অন্তর গগনে ক্ষুদ্র স্বপ্নের ভেলা ।
প্রিয়তমা কেয়া তুমি জোনাকির কলতান !
যখন মদীয় হৃদয় জুড়ে বিনয়ী অভিমান ।
প্রিয়তমা কেয়া , তুমি প্রান্ত অপরাহ্ন র সুর ,
মদীয় হৃদয় যখন ছোটে দূর হতে বহুদূর ।
প্রিয়তমা কেয়া তুমি অলীক ভেজা জল ,
ঘনঘন মম অবসন্ন আঁখিতে পরিপূর্ণ অশ্রু টলমল !
কেয়া তুমি আমার চক্ষু মনি ,
যখন আমি দুর্গম নিশিতে নীরব প্রহর গুনি ;
কেয়া তব বদন বাঁকা হাসি !
তোমায় দেখে হৃদয় বলে তোমায় ভালোবাসি ।
কেয়া তুমি এসেছো যে অভিসার ,
ঘনঘন মম পক্ষিরাজে তব সুখের রাজকুমার ।
কেয়া তুমি নীলের কাছাকাছি ,
যখন আমি কল্পনায় দেখি
আছি আমি তব পাশাপাশি ।