মৃত্যুর ভয় -১
দ্রুবরাজ
-------


এই ধরণীতে যেদিন আসবে মম মরণের ডাক ,
স্বাদের এই পৃথিবী ছেড়ে যেতে হবে আমায় ,
মম যত আপন জনা আসবে দিন-
দেখিতে মোর লাশ !
সেদিন মম আত্মীয় স্বজনের ,
আঁখি জোড়া থাকবে জলে ভেজা ।
ভাসবে চোখের জলে
বড়ই পাতার উষ্ণ  জলে
স্নান করাইবে মোরে
সকাল , দুপুর , রাত , কিংবা ভোরে,
কাফন ও পরাইয়া মোরে
পালকি তে চরাইয়া লবে
গোরস্থানে নিয়ে যাবে মম আত্মীয় যত !
পালকি তে চরাইরে মোরে নিয়ে যাবে আপন গৃহে-
কলেমা শাহাদাৎ পরবে উচ্চস্বরে,
সামান্য সারে তিন হাত মাটির বিছানা হবে মম ঘর !
সঙ্গে সাথি কেউ রবেনা
সঙ্গি শুধু মাটির ঐ কবর
সপ্তাহ পর কেউ নিবেনা
আমার খবর....!!
Drubo Raj