দেখো আমায়
দ্রুবরাজ
====


আমাকে যদি জানতে এই নিশি যেগে আমি ,
ভাবনার শহরে বেড়াচ্ছি সুখ আর দুঃখ দুটোই ভুলে গেছি !
মিশে গেছি ভীষণ ভাবে শুধু তোমার ভাবনাতে-
আমাকে যদি জানতে এই নিশি যেগে আমি ,


তুমি হয়তো ঘুমের দেশে স্বপ্নের শহরে ভালোই আছো বেশ ,
মাঝে মাজে তোমায় খুব বলতে ইচ্ছে যাগে মনে -
চলো পালিয়ে যাই, দূরে কোথাও হারিয়ে যাই ,
এই ধুলো বালির নগর ছেড়ে ,
কিন্তু বলি বলি করেও বলা হয়না ,
আর বলবো ই বা কি করে ,
মনে ত পড়ে রাত্রি নিশিতে , থাকেনা তখন বেলা ;
জানি তখন তুমি ঘুমে ই ভেগো র -
তুমি হয়তো ঘুমের দেশে স্বপ্নের শহরে ভালোই আছো বেশ ,
অথচ আমি এই সময়ে তোমাকে নিয়ে লিখছি কবিতা ,
সারা নিশি জেগে নিজেকে করছি নিঃশেষ ।