বৃদ্ধাশ্রম
দ্রুবরাজ
--------


বৃদ্ধাশ্রম কেনো এ ধরায় ?
কে বানালো এ আশ্রয় স্থল ?
সম্মান জানাই তারে আমি যার অনুপ্রেরণায় হয়েছে তা ।
পরন্তু এক বুক ঘৃণা সেই সন্তানের প্রতি -
যার দুষ্ট ঘরনির প্রবল নে বৃদ্ধ/বৃদ্ধা আজ বৃদ্ধা শ্রমে !
বৃদ্ধাশ্রম কেনো এ ধরায় ?
কে বানালো এ আশ্রয় স্থল ?
ক্ষুদ্র বয়সে সকল শিশুর প্রিয় বাবা-মা ;
বিয়ের আগে ভালো ই , সন্তানের তরে আদরে বাবা-মা ।
বিয়ের কিছুদিন না যেতেই সংসারে বেসাতি বাবা-মা !
আজ জনক-জননীর বুক চোখ জুড়ে কান্নার খেলা
বুক ফাটা আর্তনাদ, মরুময় জ্বালা,
বৃদ্ধাশ্রম কেনো এ ধরায় ?
কে বানালো এ আশ্রয় স্থল ?
যাদের যৌবনের রক্ত কে ঘাম করে করলেন অট্টালিকা -
সেথায় আজ তাদের স্থান নেই ,
তাদের স্থান ত এখন বৃদ্ধাশ্রম !
বৃদ্ধাশ্রম কেনো এ ধরায় ?
কে বানালো এ আশ্রয় স্থল ?
একটি শিশু সন্তানকে জন্ম দিয়ে তিল তিল করে গড়ে তুলেন ,
বৃদ্ধা বয়সে সে সন্তান কে একটু আঁকড়ে ধরে বাঁচবে বলে ।
শেষ জীবনে একটু ভালো বাসার স্পর্শ পাবে বলে ।
অথচ  দুষ্ট ঘরনির প্রবল নে বৃদ্ধ/বৃদ্ধা আজ বৃদ্ধা শ্রমে !