নিজ কর্মকে উপলব্ধি করো
Drubo Raj
-----------


ওহে মানব , তুমি যদি ভালোবাসো তোমাকে !
যদি ভালোবাসো জীবন কে ,
তবে এই ধরণীতে বিচরণ কর ;
আঁখি খুলে ভ্রমণ করে দেখো ভুবন টা ।
উন্মুক্ত আকাশে তুমি উড়ে বেড়াও ,
ওহে মানব , তুমি যদি মানুষ হতে চাও ,
সমাজে সকলের তরে মিশে ,
সতত সকলের কর্ম উপলব্ধি করো , বুঝো !
কাউকে উপহাস না করে ,
সকলের তরে সম্মান বিলিয়ে দাও ।
তা হলে সতত তোমারে সকলে ভাসবে-ভালো ;
এমন টা তুমি ভেবো না ।
ওহে মানব , তুমি যদি গুনি মানুষ হতে চাও ,
যদি ভাবো তুমি থাকবে মানুষের মনে ,
চোখের জ্বলে ভাসিয়ে ,
সকলে রে কাঁদিয়ে-এপার হতে যাবে তুমি ওপারে ।