প্রকৃত মূল্য কে পাবে
দ্রুবরাজ
--------


প্রকৃত মূল্য তুমি তাকেই দাও ,
যে তোমাকে বুঝতে চায় ।
যদিও সে তোমাকে তব মনের মত করে বুঝতে পারেনা ।
অথচ সে ভিতরে ভিতরে -
তোমাকে প্রচণ্ড ভালবাসে ;
সেও চায় তুমি তাকে একটু বুঝো !


তুমি যদি তোমার প্রকৃত মনের প্রেম তাকে দাও -
যে তোমাকে বুঝতে চায় !
তাহলে তুমিই হবে সবচেয়ে সুখী ।
যদিও সে তোমাকে তব মনের মত করে বুঝতে পারেনা ।
তুমি তাকে তব মনের মত করে নাও ,
তুমি হয়তো তব প্রিয়ার -
আশ্চর্য ইশারায় তাকিয়ে থাকো ,
যার কোন সমতুল তুমি পাওনা ।
অন্যথায় যে তোমাকে চাঁদ ভেবে -
তব পানে চেয়ে থাকে ।
তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে চায় ।
তুমি তাকেই গ্রহণ করো যে তোমাকে বুঝতে চায় ।
যদিও সে তোমাকে তব মনের মত করে বুঝতে পারেনা ।
তবেই হয়তো তুমি প্রকৃত সুখী হবে ।