ভালোবাসার বাণী
দ্রুবরাজ
====


* ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি ।
* ভালোবাসা কোন বাধা মানে না - সে তার আপন গতিতে চলে ।


*  ভালোবাসা কোন সীমা নেই , যা কাউকে দিয়ে শেষ করা যায় ।
* ভালোবাসা তরে মানুষ অনেক কিছু করতে পারে , এমন কি একজন প্রেমিক/প্রেমিকা একে অন্যের তরে জীবন দিতে ও দ্বিধা করে না ।


* প্রতিটি মানুষের জীবনে  কিছু আশা থাকে ,এর একক অংশ হলো ভালো বাসা - যার ধরুন মানুষ এ ধরায় বেঁচে থাকে ।


* সবার মনের মাঝেই কোন না কোন ভাবে ভালোবাসার উচ্ছে জাগে ।
* প্রকৃত প্রেম মানুষের মনের মাজে লুকিয়ে থাকা ভালোবাসাকে জাগ্রত করে ।


* প্রকৃত প্রেম মানুষকে কখনো কষ্ট দেয় না - যদিও সে তার প্রিয়/প্রিয়া কে না পায় ।


* প্রকৃত প্রেম মানুষের আচার ব্যবহার সুন্দর করে ও তার ভাবমূর্তি উজ্জল করে ।


* একজন মানুষের জীবনে একাধিক প্রেম আসলে, ১ নং প্রেম আবেগ আর ২ নং  হয় তার জীবনে প্রকৃত প্রেম । তথাপি যদি সে আবারও প্রেমে পড়ে এবং সে প্রেম নারীর তরে হয়ে থাকে তাহলে তার চরিত্রের সমস্যা ।