দোলের রঙে রাধা-কৃষ্ণ
✍️ ডঃ উৎপল গিরি

মন খারাপের জানলা খুলে,
দক্ষিণা বাতাস আসতে দাও,
পলাশ-শিমুল রাঙা আকাশে,
রঙিন স্বপ্ন ভাসতে দাও।

বসন্তের ওই দোলযাত্রায়,
বাজে কৃষ্ণের মধুর বাঁশি,
রাধার চোখে স্বপ্ন জাগে,
রঙিন আলোর ভালোবাসি।

আকাশ জুড়ে গুলাল মেখে,
ঝরছে সুধা প্রেমের গানে,
রাধার হাতে রঙের পরশ,
কৃষ্ণ হাসে রঙিন প্রাণে।

হৃদয় জুড়ে প্রেমের রঙে,
ভিজুক ধরা, ভিজুক মন,
রাধা-কৃষ্ণের এই দোলেতে,
জেগে থাকুক চির স্মরণ।