লক্ষ কোটি তারার মাঝে
মারামারি নাই
মৌচাকে ওই হাজার মাছি
তারাও দেখি তাই
মানুষ হয়ে আমরা কেন
মানুষ মারি ভাই!


ফুলবাগানে ফুলে ফুলে
দেখো কতো মিল
রেষারেষি নেই যে কোনো
তিল পরিমান তিল
মানুষ হয়ে আমরা কেন
কালো করি দিল্।


ওইযে দেখো পিঁপড়েগুলো
একই সাথে চলে
বনের পাখি আছে মিশে
ভালোবাসার বলে
মানুষ হয়ে আমরা কেন
ধোঁকাবাজির ছলে!


গহীন বনে গাছগাছালি
সারি সারি খাড়া
কে কার আগে বড় হবে
নেই যে কোনো তাড়া
মানুষ হয়ে আমরা কেন
তাদের মতোন ছাড়া!