রাতের আঁধার মাড়িয়ে
বন বনানী ছাড়িয়ে
নানীর বাড়ি রওনা দিয়ে
চালাচ্ছি পা বাড়িয়ে।


শিয়াল ডাকে বহুদূর
হুক্কা হুয়া করুণ সুর
ভয়ে ভয়ে চলছি একা
নানীর বাড়ি বদরপুর।


ঐ যে দূরের কাশগুলো
সাথে ঝাড়ের বাঁশগুলো
হাত ছানিতে ডাকছে যেন
কল্পভূতের লাশগুলো।


যায় না দেখা নানীর ঘর
লাগছে মনে ভীষণ ডর
আঁধার কালো পৃথিবীটার
এখন যেন সবই পর।


চারিদিকে ঘোর আঁধার
হাঁটতে পারি না যে আর
মনে মনে বিধাতাকে
ডাকছি শুধু বার বার।


হঠাত্‍ মেঘের কোল ঘেষে
উঠলো মামা চাঁদ হেসে
দুরু দুরু মনটা নিয়ে
হাঁপ ছেড়েছি ঘর এসে।