ষড়ঋতুর বসতবাড়ি বঙ্গতে
কী শোভা কী ছায়া নানা রঙ্গতে ।


গ্রীষ্মটাকে বুঝবে তুমি গরমে
শীতের বুড়ি ঘোমটা টানে শরমে ।


বর্ষামেয়ের কান্না দেখো টাপুরটুপ
কখনোবা মুষলধারা ঝাপুরঝুপ ।


শরতরানীর খোঁপায় দোলে কাশের ফুল
কাশতো নয় তা যেন রানীর সফেদ চুল ।


কৃষাণমুখে মধুর হাসি হেমন্তে
উত্‍সবে সব মেতে ওঠে নেমন্তে ।


পৌষ-মাঘে বাস করে যে শীতবুড়ি
হিমশীতলে কাঁপন ধরায় ঋতজুড়ি ।


শীত পেরিয়ে ফাগুন আসে ঋতুরাজ
দেয় ছড়িয়ে ফুলে ফলে নতুন সাজ ॥