করলে কাজ আস্থা রেখে
সফলতা আসে মাঝে মাঝে
নিয়ম মাফিক করলে কাজ,
বিজ্ঞান মাফিক বলে তাকে।
বিজ্ঞান মাফিক করলে কাজ,
শৃঙ্খলা আসে কাজে ও মনে
আস্থা মাফিক করলে কাজ,
দৃষ্ট হয় অদৃষ্টের পরিহাস।
আস্থা ও বিধির যুগপত যেথায় সহবাস
তেমনতর স্থলই হয় সকলের মহান।
দেবাদিদেব মহাদেব যিনি দয়ী পুরুষ
তাঁকে লক্ষ্য করে চলা, বৃদ্ধির সহজ সোপান।
তিনিই সত্য, তিনিই পথ, তিনিই চরম,
তিনি বিনা নয় কখনও বিষধর অনুচর।