এক মালিকের সন্তান মোরা
যখনই ভুলে যাই
অহঙেরই ঘোর-পাকে
ভ্রান্ত পথে ধাই।


মা-এর কষ্টে বুক ফাটে না
পিতা হন ঘরের বোঝা
ভাই-বোন তখন জ্ঞাতি-শত্রু
ছিন্নমূল হয় তারা।


আত্মসুখই চাহিদা তখন
আত্ম-প্রতিষ্ঠাই লক্ষ
হিংসা, ক্রোধই চালক তখন
অস্থিরতাই প্রাপ্য।


বহু ভাগ্য গুনে পায় যদি সে
সেই মালিক জীবন্ত
অজগরের মত কশান দিয়ে তারে
করবে পাপ মুক্ত।


মুক্ত মানুষ তাঁর ভোগের বস্তু
সকলের তরে প্রসাদ
পরিবার, পরিজন ভোগ করে তারে
পায় সেও আত্মপ্রসাদ।