করোনা, করোনা, করোনা
একটিই শব্দ সবার মুখে মুখে
করাল শাসন চালায় নিঃশব্দে
সমগ্র পৃথিবী জুড়ে।


প্রয়োজন হয়না বহু কিছুর
করোনা র মোকাবিলায়
প্রয়োজন কেবল- সদাচার,
সম্মানীয় দূরত্ব আর পুষ্টিকর খাবার।


জীবন চলনায় যেখানেই খাঁকতি
এই তিনের ব্যবহার
করোনা তাণ্ডব চালায়
গুঁড়িয়ে, শ্রেষ্ঠত্বের অহংকার।


চিরদিন রয় না কোন ত্রাস
একদিন করোনা ও যাবে চলে
শিক্ষা দিয়ে মানুষেরে- সুখ নয়,
সমৃদ্ধি নয়, সুস্থ চলনাই মূলে।