ঈশ্বর ও সত্য


‘ঈশ্বরই সত্য’, ‘সত্যই ঈশ্বর’
এ দুইয়ে কোথায় ফারাক
যেমন সূর্য ও তার কিরণ
কিংবা ফুল ও ফুলের সৌরভ?


ঈশ্বর কিনা মহাশূন্য, কিংবা মহাঅস্তিত্ব
যা যায় না দেখা চোখে,
এই অনাদৃষ্টের সহজ প্রকাশ
সত্য তবে কি?


‘অস্তিত্ব ও বিকাশ’ যেথায়
সত্য নিহিত সেথায়,
ঈশ্বরত্ব যেথায় যেমন জাগ্রত
সত্যের বিকাশও তেমনতর।


রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু
রসুলাদি যত অবতার-
মানবতার শ্রেষ্ঠ প্রকাশ
বাস্তব ঈশ্বর-ভগবান।


ক্ষমা, প্রেম, আলিঙ্গন, গ্রহণ
এইতো তাঁদের সহজ নিদর্শন
অসৎ দলনে ভয়াল রূপে
করেন অস্ত্র ধারণ।


আশ্রয় পায় সকল মানুষ
নাই সম্প্রদায়, জাতের বিচার
‘অস্তিত্ব ও বিকাশের’ ধ্বজা বয় যারা
তারাই হন তাঁর প্রিয় সন্তান।


এমন মানুষ লয়ে ভাগা-ভাগি করা
নয়কি অমূলক অহংকার
যখনই যেখানে এসেছিলেন তাঁরা
দিয়েছিলেন সমস্যার সমাধান।


জন্মান্তরে বিশ্বাসী মোরা, কে জানে কোন জন্মে
কোন সম্প্রদায়ের মাতা ছিল মোর
কোন জন্মে কোন অবতা্রের হাত ধরে
দিয়ে চলছি পারি অনন্ত জীবন পথ।


‘অস্তিত্ব ও বিকাশ’ উদ্দেশ্য যেথায়
অবাধ সেথায় প্রেম, আলিঙ্গন, সেবা-
ধর্ম, ঈশ্বর সকলই সার্থক সেথা
অন্যথায় শয়তানের সাম্প্রদায়িকতা।