যেমন করে শিশুরা চলে মায়ের হাত ধরে
তেমন এসো চলি মোরা প্রকৃতিকে মাথায় রেখে।
প্রকৃতি যখন জেগে ওঠে, এসো মোরাও জাগি
প্রকৃতি যখন ঘুমিয়ে পড়ে তখন ঘুমিয়ে পড়ি।
প্রকৃতি যখন কর্ম ব্যস্ত, আমরাও কর্ম করি
কর্মের মাঝেই ফুটে ওঠে জীবনের পাওয়া গুলি।
প্রকৃতি যেমন সবার হিতে নিত্য করে কর্ম
আমরাও তেমনি সবার হিতে থাকি কর্ম ব্যস্ত।
প্রকৃতিকে যারাই জানে, সম্মান করে তাকে
তারাইতো মহান মানুষ, সকলে পূজা করে।
এক তানেতে নানা শব্দের যেমন সুরেলা গান হয়
প্রকৃতির ছন্দে চললে তবে শ্রেষ্ঠ জীবন-শৈলী হয়।